আমার কাছে প্রতিটি দিনই ভ্যালেন্টাইন ডে – মিথিলা !!
ভালোবেসে বিয়ে করেছেন শোবিজ জগতের দুই আলোচিত নাম মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত। বিয়ের পর সেরেছেন হানিমুনও। এরপর যে যার কাজে ফের ব্যস্ত।
নতুন সংসার, বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস। সবকিছু মিলিয়েই এবারের ভালোবাসা দিবস তাদের কাছে একটু বিশেষ।এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘সময় পেলেই দুই একদিনের জন্য সৃজিতের সঙ্গে দেখা করে আসি। ও চলে আসে। আর এই একসঙ্গে থাকার দিনগুলোই আমার কাছে ভ্যালেন্টাইন ডে।’
ভালোবাসা দিবসে সৃজিত কী উপহার দিলেন? এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘যেহেতু একসঙ্গে থাকার দিনগুলোই ভ্যালেন্টাইন ডে। তাই ওই সময় সৃজিত আমায় যা দিয়েছে সেটাই আমার ভ্যালেন্টাইনের উপহার। ধরুণ, আমরা শপিং করতে গেলাম। সৃজিতের শাড়ি খুব প্রিয়। ও পছন্দ করে শাড়ি কিনে দিল…।’
‘আমি আর সৃজিত সময় খুঁজে বেড়াই। এই ভালোবাসার দিনে আমার মনে হয় সৃজিত আর আমি যে উপহার একে অপরকে দিতে চাই তা হলো-সময়…।’ বলেন মিথিলা।