তোমাদের ফতোয়া আর ঠেলাঠেলির কারনে আজহারী এখন মালোশিয়ায় !!
মাওলানা আল-আমিন এক ওয়াজ মাহফিলে বলেন, “এই দেশে এক সময় কোন আলেমের সামনে ক্যামেরা নিয়া যেত না। তারা এটাকে বিদাআত মনে করতো। যারা এই ফতোয়া দিয়েছেন তারাই আজ ক্যামেরার সামনে বসে কথা বলেন।
তিনি বলেন, “ব্রিটিশরা ১৯০ বছর এদেশ শাসন করেছে। তাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা , তাদের শিক্ষার কিছু কারিকুলাম মুসলিম জাতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই সিস্টেম সেই পদ্ধতি আজও আমরা ছাড়তে পারিনি। তারা ষড়যন্ত্র করে জ্ঞান- বিজ্ঞান, শিক্ষা দিক্ষা থেকে আমাদের পিছিয়ে রেখেছে।”
তিনি আরও বলেন, “জ্ঞান বিজ্ঞানে এগিয়ে না গিয়ে শুধু ফতোয়া নিয়ে আমার দেশ ব্যস্ত হয়ে পড়েছে। গালাগালি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। একজন আরেকজনকে সহ্য করতে পারছেনা। টুপি নিয়ে গন্ডগোল, কোন টুপি পরবো আর কোনটা পরবোনা। টুপি দেখে সালাম দেব কি দেবনা এই সিদ্ধান্ত নেই। আজকে চিন্তা চেতনা কোন পর্যায়ে নিয়ে এসেছে। তাদের এই ঠেলাঠেলির কারনে আজ লক্ষ লক্ষ ভক্ত ফেলে রেখে আজহারি আজ মালোশিয়া।