প্রথমবারের মতো ভারত সফরে আসছেন ট্রাম্প !!
প্রথমবারের মতো ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি ফেব্রুয়ারির ২৪ তারিখ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে দিল্লিতে পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট। আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোদির আমন্ত্রণে আগামী ২৪-২৫ ফেব্রুয়ারি দুইদিনের সফরে ভারতে আসবেন ট্রাম্প ও মেলোনিয়া ট্রাম্প।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি মোদির রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাবেন। দুই নেতার সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বিজ্ঞপ্তিতে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, ট্রাম্পের ভারত সফরে দু’দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি হতে পারে।