আকবরদের পাপনের যে কড়া সতর্কবার্তা !!
প্রথমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। তাদের নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সাথে ক্রিকেটারদের নিয়ম শৃঙ্খলার ব্যাপারে সতর্ক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে অনূর্ধ্ব-১৯ যারা খেলেছে আমাদের অনেক ভালো ভালো ক্রিকেটার আছে। সবাইকে কিন্তু মানুষ চিনে না। কিন্তু ওদের সবাইকে চিনে। ওদের কিন্তু তারা আইডল বা আইকন হিসেবে মেনে নিবে।’
তিনি আরো বলেন, ‘কাজেই ওদের সব পদক্ষেপ বা সব কিছু নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাই এমন কিছু করো না যাতে ভুল বার্তা যায়। ওদের এসব আমরা বুঝিয়েছি। ওরা এতো বড় ক্রিকেটার হয়ে যায়নি, তবে ওরা যেটা এনে দিয়েছে সেটা কেউ পারেনি।’