বিয়ের সাত বছর পর কোয়েলের ঘরে আসছে নতুন অতিথি !!
সাত বছরের বি’বাহবা’র্ষিকীতে জীবনের সবচেয়ে কাঙ্খিত খবরটি প্রকাশ করলেন কোয়েল মল্লিক। আর এ খবরে প্রচণ্ড খুশি কোয়েল ও নিসপাল সিংহ রানেসহ গোটা পরিবার।
কোয়েল জানান, ‘অনেক পুরস্কার। দারুণ চরিত্র। সব কিছুর চেয়ে আলাদা এই অনুভূতি এবং এটাই আমার জীবনের সেরা অনুভব।’ এ কথা বলেই ফোনটা রানের হাতে তুলে দিলেন কোয়েল। রানেও উত্তেজিত।বললেন, ‘টেনশনও হচ্ছে, আনন্দও হচ্ছে। এখন আমরা এপ্রিলের অপেক্ষায়।’ এপ্রিলের শেষের দিকে আসছে সে, যার অপেক্ষায় মল্লিক ও সুরিন্দর সিংহ পরিবার।
কোয়েল বললেন, ‘শুধু রানেই নয়, টেনশন করছেন বাবাও। সারাক্ষণ বলছেন, ‘এটা করিস না, ওটা করিস না, সাবধানে থাক।’‘মিতিন মাসি’-র দুর্দান্ত সাফল্য এবং ঠিক তার কিছুদিন পরেই কোয়েলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি নিজেই পোস্ট করলেন কোয়েল।
কোয়েল জানান, ‘জীবনে ওঠাপড়ার মধ্যেই নতুন জীবনের শব্দ ভিতরে শুনতে পাচ্ছি আমি। এই গ্রীষ্মে আমাদের সন্তান আগমনের অপেক্ষায় আমরা।’এই উদ্ধৃতির পর একটি শব্দ ব্যবহার করেছেন কোয়েল— আশীর্বাদ। বেশ কিছুদিন ধরেই কোয়েলের মা হওয়া নিয়ে জল্পনায় ছিল টালি মহল।