ভালোবাসা দিবসে ছুটি নেই – তাই অফিসেই বিয়ে !!
দুজনই কর্মব্যস্ত তাই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকেই বিয়ের জন্য বেছে নিয়েছেন ভারতের এক যুগল। কিন্তু অফিসের কাজ, সাথে নেই ছুটি। এর জন্য প্রেমিকের অফিসেই সারলেন বিয়ে।
এই ঘটনাটি ঘটেছে, ভারতের বিহারে। তাদের মধ্যে একজন হলেন আইএএস অফিসার ও আইপিএস অফিসার। তাদের নাম তুষার সিংলা ও নভজ্যোৎ সানা।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের পাটনার এএসপি নভজ্যোৎ সানার সঙ্গে পরিচয় হয় আইএএস অফিসার তুষার সিংলার। পরিচয় থেকে ধীরে ধীরে প্রেম। শেষে চার হাত এক হল ভালোবাসা দিবসে।
আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিয়ের ভেন্যু হিসেবে অফিসকেই বেছে নিলেন উলুবেড়িয়ার জেলা প্রশাসক তুষার সিংলা। এদিন অফিসে বসেই প্রেমিকা নভজ্যোতের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন প্রেমিক তুষার।