পাকিস্তানের পার্লামেন্টে ভাষণ দিলেন এরদোগান !!
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজ শুক্রবার ইসলামাবাদে পাক সংসদের একটি যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি পাকিস্তানের প্রতি তার দেশের সমর্থন, কাশ্মীর ইস্যুতে পাশে থাকার আশ্বাস এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে (এফএটিএফ) তাদের পক্ষে অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
এরদোগান বলেন, ‘পাকিস্তানের মানুষ যেভাবে আমাদের স্বাগত জানিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। পাকিস্তানে আমরা কখনই নিজেকে অপরিচিত মনে করি না। আমরা ঘরে বসে অনুভব করি। আমরা এখানে আপনাদের সাথে আছি। অতীতে পাকিস্তান তার দেশের পাশে দাঁড়িয়েছিল স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা যু’দ্ধের সময় পাকিস্তানি জনগণ তাদের রুটি আমাদের সাথে ভাগ করেছিল। তাদের সহায়তা আমরা কখনও ভুলে যাইনি এবং ভুলে যাব না।’অধিকৃত কাশ্মীর নিয়ে তিনি বলেন, ‘আজ, কাশ্মীরের বিষয়টি আপনাদের কাছে যেমন বেদনার, আমাদের জন্যও তেমন।’ তিনি কাশ্মীরিদের পক্ষে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে এসেছেন এরদোগান। এ সফরে দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী সংহতি ও ঘনিষ্ঠতার প্রতি জোর দেয়া হয়েছে।এছাড়া পাকিস্তান-তুরস্কের কৌশলগত অংশিদারিত্বের প্রতি জোর দেয়া হচ্ছে বলে জানায় পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরে এরদোগানের সঙ্গে তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা রয়েছেন। এতে পাকিস্তান-তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের (এইচএলএসসিসি) ষষ্ঠ অধিবেশনে ইমরান খানের সঙ্গে তিনি সভাপতিত্ব করবেন।শনিবার পাকিস্তান পার্লামেন্টের একটি যৌথ অধিবেশনেও ভাষণ দেয়ার কথা রয়েছে এরদোগানের। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সঙ্গে তিনি বৈঠক করবেন।