ওয়ানডে ম্যাচ যে কারনে খেলবেন না সৌম্য সরকার !!
বর্তমান বাংলাদেশ ক্রিকেটে যে কয়জন খেলোয়াড় নিয়মিত পারফর্ম করে করে চলেছেন তাঁর মধ্যে সৌম্য সরকার অন্যতম। অনেক হারা ম্যাচ জিতিয়েছেন তিনি। খুব শিগ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। সেজন্য আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দুটি ম্যাচ খেলতে পারবেন না সৌম্য।
২২ ফেব্রুয়ারী থেকে শুরু হবে টেস্ট ম্যাচ। এরপর ১ মার্চ হবে প্রথম ওয়ানডে। দুটি ম্যাচ মিস করবেন তিনি। তবে ৩ তারিখ থেকে শুরু হওয়া দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া যাবে।প্রসঙ্গত, জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টেস্ট ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।