খালেদার মুক্তির ব্যপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কাদের !!
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে টেলিফোন করেছেন বলে জানিয়েছিলেন।
ওবায়দুল কাদের বলেছিলেন, খালেদা জিয়ার অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে প্যারোলে মুক্তির বিষয়ে আমার সঙ্গে ফখরুল ইসলাম আলমগীরের টেলিফোনে কথা হয়েছে। তিনি আমাকে অনুরোধ করেছেন, আমি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি বলি।এদিকে জানা যায়, খালেদার মুক্তি নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ওবায়দুল কাদের।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যায় সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর জন্য অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে অনুরোধ রক্ষা করতেই আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ওবায়দুল কাদের।