মুম্বায়ে নাগরিকত্ব আইন বিরোধীদের সমাবেশে লক্ষ্য লক্ষ্য মানুষের ঢল -কঠোর হুঁশিয়ারি !!
ভারতের সংশোধিত নাগরিক আইন (সিএএ)-এর বিরোধিতা করে মুম্বাইয়ের ঐতিহাসিক আজাদ ময়দানে সমাবেশ করেছে লক্ষ্য লক্ষ্য মানুষের ঢল।
শনিবারের ওই প্রতিবাদ সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ এর বিরুদ্ধে উর্দু কবি ফয়েজ আহমদের কবিতা ‘হাম দেখেঙ্গে’ উদ্ধৃত করে স্লোগান তোলা হয়।
মুম্বায়ের পার্শ্ববর্তী এলাকা থেকে দলে দলে লোক এই প্রতিবাদ সভায় জমায়েত হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে ‘মোদি-শাহ সে আজাদি, এনআরসি, এনপিআর সে আজাদি’ স্লোগান তোলেন প্রতিবাদী মানুষেরা। চলতি সংসদের অধিবেশনে সংশোধিত নাগরিকত্ব আইন বিলোপ করার দাবি তোলেন তারা। এসময় ঘুরিয়ে ফিরিয়ে সব প্রতিবাদী ‘হাম দেখেঙ্গে’ কবিতার পংক্তি আওরান।