এবার ভারতে মসজিদে করা হচ্ছে হিন্দুদের ইয়োগা অনুশীলন !!
মসজিদ মুসলমানদের ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। মসজিদের উৎকর্ষের ক্ষেত্রে, সেই সপ্তম শতাব্দির সাদাসিধে খোলা প্রাঙ্গনবিশিষ্ট মসজিদে কাবা বা মসজিদে নববী থেকে বর্তমানে এর প্রভূত উন্নয়ন ঘটেছে। এখন অনেক মসজিদেরই সুবিশাল গম্বুজ, উঁচু মিনার এবং বৃহদাকার প্রাঙ্গন দেখা যায়। আবার মুদ্রার উলটা পীঠও রয়েছে। কেননা, ভারতের একটি মসজিদে করা হচ্ছে হিন্দুদের ইয়োগা অনুশীলন।
টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, মসজিদ পরিচালনা কমিটির অনুমতিতে তিনতলা মসজিদের একটি তলাতে এই ইয়োগা ক্লাস আয়োজন করা হয়। মূলত মসজিদের ওই তলাতে সাস্থ্যসেবা ও কাউন্সেলিং কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর অংশ হিসেবেই ইয়োগার অনুশীলন করা হয়।
মসজিদটির স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক মুজতবা হাসান আসকারি বলেন, ‘বাইরে অনুশীলন ও সরু গলিতে হাঁটার মতো যথেষ্ট জায়গা নেই। তাই মসজিদের আমাদের কাউন্সেলররা শুধু ইয়োগা আসন দেখিয়ে দেন তা নয়, তারা অনেক রোগীকে মোবাইল ফোনে দেখার জন্য ইউটিউব লিংক দেন। যাতে করে তাদের সময় নষ্ট কম হয়।’
কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে মসজিদের ভেতরে হিন্দুদের ইয়োগা অনুশীলন মুটেই ঠিক নয়। ইসলাম এ কথায় বলে।