ড. আসিফ নজরুল খালেদাকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন !!
খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে দেশে এখন নানা আলোচনার জন্ম হয়েছে। মুক্তি পাবে কি পাবে না, সরকারের চিন্তা কি এসব এখন প্রত্যেক টেবিলে আলোচনার প্রধান বিষয়। খালেদা জিয়ার মুক্তি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আসিফ নজরুলের দেয়া স্ট্যাটাসটি বিডি২৪লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘একটা হাসপাতালে গেছি সেদিন। লিফটে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে দেখা। কেন আর টক-শোতে আসিনা জানতে চাইলেন। একসময় আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, আপনার কি মনে হয় বেগম জিয়াকে ছাড়বে এরা? লিফটের ভেতর তিনি, তার স্ত্রী আর আমি ছাড়া আর কেউ নাই। কাজেই ফিসফিস করার কারণ নাই কোন। তাকে স্পস্টগলায় বললাম, ছাড়বে। বিস্ময়ে তার চোয়াল ঝুলে যায়। আমি বলি, বেগম জিয়ার যখন বাঁচার কোন আশা থাকবে না, তখন ছাড়বে, তখন বিদেশে পাঠাবে!
কি বলেন! উনি মারা গেলে! মারা গেলে সরকার বলবে উনি নিজের দোষে মারা গেছেন। বলবে, উনি ডাক্তারদের কথা শুনতেন না, ঔষুধ খেতেন না। লিফট খুলে গেছে। হতবাক হয়ে তিনি নামলেন আমার পিছু পিছু। বললেন, আপনি শিউর ভালো কিছু হবে না। মনে হয়না। আমরা যাই উল্টো পথে। আমি ভাবি তিনি ভালো বলতে কি বুঝিয়েছেন। খালেদা জিয়ার মুক্তি? সুচিকিৎসা? তার মতো করে কি ভাবে মানুষ ক্ষমতায় মত্ত থাকলে?’
সূত্রঃ বিডি২৪লাইভ