ফিলিস্তিনি যে ইস্যুতে সৌদিকে তীব্র নিন্দা জানাল হামাস !!
কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’তে ইতিবাচক কিছু দিক রয়েছে বলে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটি বলেছে, ফিলিস্তিন ইস্যুকে ধ্বং’স করে দেয়ার মা’র্কিন-ই’সরাইলি পরিকল্পনায় যে সৌদি আরব জড়িত রয়েছে এ বক্তব্যের মাধ্যমে তা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল।
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের গত বৃহস্পতিবার রুমানিয়া সফরকালে বলেন, ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নিয়ে আলোচনা না করে তা প্রত্যাখ্যান করা ঠিক হবে না। তিনি দাবি করেন, এমন কিছু ইতিবাচক দিক রয়েছে যেগুলো নিয়ে আলোচনা শুরু হতে পারে।
এর প্রতিক্রিয়ায় হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, আরব দেশগুলো ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বিরোধিতা করার যে সমঝোতায় উপনীত হয়েছে তা লঙ্ঘন করে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, সৌদি কর্মকর্তাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য উত্থাপিত হলে তাতে আ’মেরিকা ও ই’সরাইল লাভবান হবে এবং ফিলিস্তিনি জাতির মুক্তি অর্জনের পথ আরো বেশি বিপদসঙ্কুল হয়ে পড়বে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ই’সরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের নাম করে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।পার্সটুডে