এবার শাজাহান খানের ভাড়াটে গু’ন্ডারা মাঠে নামলে খবর আছে – ভিপি নুর !!
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বি’রুদ্ধে করা মানহা’নি মা’মলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বি’ক্ষোভ করেছেন শ্রমিকরা। নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের করা ওই মা’মলা প্র’ত্যাহার না করলে দু’র্বার আন্দোলন গড়ে তোলার হু’শিয়ার দিয়েছেন তারা।
তবে শ্রমিক নেতা শাজাহান খানের শ্রমিকদের এই আন্দোলনের বি’রুদ্ধে সরব হয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। বিষয়টি নিয়ে ফেসবুকে নিজের পেজে স্ট্যাটাসও দিয়েছেন কোটা আন্দোলনের এ নেতা। নুর বলেন, ‘ইলিয়াস কাঞ্চন মা’মলা না তুললে শাজাহান খানের জন্য নাকি ৭০ লাখ শ্রমিক মাঠে নামবে!– ওরে বাটপার!’
ডাকসু ভিপি বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে তোমাগো খবর আছে। তোমরা রাস্তায় নামো ভাড়ায় আর ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক আন্দোলনকারীরা রাস্তায় নামে দেশপ্রেমের টানে, গণমানুষের কল্যাণে। সুতরাং বাটপারির হু’মকি-ধম’কি বাদ দিয়ে লাইনে এসো, দেশের জন্য কাজ করো, তথাকথিত রাজনৈতিক নেতাদের ভাড়ায় খাটা বাদ দাও।’
সূত্রঃ বিডি২৪ রিপোর্ট