দেশের মাটিতে লজ্জাজনক হার কোনটি জানালেন পাপন !!
আগামী ২২ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। এই টেস্টে জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এই ব্যাপারে দলকে সতর্ক করেছেন তিনি।
সেই সঙ্গে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের হারকেই দেশের মাটিতে বাংলাদেশ দলের সবচেয়ে খারাপ পারফরম্যান্স হিসেবে দেখছেন। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘দেশের মাটিতে সবচেয়ে খারাপ পারফরম্যান্স কোনটা জিজ্ঞেস করলে আমি বলব আফগানিস্তানের কাছে টেস্ট হার। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আফগানিস্তানের সাথেই যদি হেরে যাই, তাহলে তো জিম্বাবুয়ের সাথেই হারতে পারি।’
তিনি আরো বলেন, ‘জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা আমাদের আগের জায়গায় নেই। ওদিক থেকে চিন্তা করলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে টেস্টে তারা ভালো করছে।’