বাবরি মসজিদ ধ্বং’সের খলনায়ক হলেন যিনি !!
ভারতের অযোধ্যাতে যে বিতর্কিত ধর্মীয় স্থানটি নিয়ে বহু বছর ধরে সংঘাত, সেখানে একটি হিন্দু মন্দির বানানোর পক্ষেই রায় দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। তবে এই বাবরি মসজিদ ধ্বং’সের অন্যতম নায়ক নৃত্যগোপাল দাসকে এবার রাম মন্দির নির্মাণ ট্রাস্টের সভাপতি করা হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
গতকাল বুধবার সন্ধ্যায় একটি বৈঠকে ট্রাস্টের দায়িত্বে কারা থাকবেন তার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বলা হয়, বিশ্ব হিন্দু পরিষদের রাম জন্মভূমি ন্যাসের প্রধান তথা বাবরি মসজিদ ধ্বং’স মামলার অন্যতম অভিযুক্ত নৃত্যগোপাল দাস। এছাড়া ট্রাস্টের সাধারণ সম্পাদক হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের সহ–সভাপতি চম্পক রায়।
সবকিছু ছাপিয়ে যার নাম বিতর্কের খাতায় চলে এসেছে তিনি হলেন মোদির সাবেক সহযোগী নৃপেন্দ্র মিশ্র। যাকে রাম মন্দির নির্মাণ কমিটির সভাপতি করা হয়েছে।
উল্লেখ্য, ১৫২৮ সালে কিছু হিন্দুর মতে, হিন্দুধর্মের অন্যতম আরাধ্য দেবতা রাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে একটি মসজিদ তৈরি করা হয়। ১৮৫৩ সালে ধর্মকে কেন্দ্র করে প্রথমবারের মতো সহিংসতার ঘটনা ঘটে বলে জানা যায়।