সংসার পাততে বুবলিকে ২৫০০০ ডলার দিলেন শাকিব !!
ঢালিউড পাড়ায় এবার নতুন গুঞ্জন। হঠাৎ করেই এফডিসি পাড়া থেকে উধাও হয়ে গেছেন বুবলী। এমনকি নিজের সিনেমার সংবাদ সম্মেলন ও প্রচারণাতেও বুবলী অনুপস্থিত। শোনা যাচ্ছে, নায়ক শাকিব খানের সঙ্গে গোপনে সংসার পেতেছেন নায়িকা বুবলী। ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান। এ নিয়ে কথা বললেন বুবলীর বোন।
বুবলীর বোন নাজনীন মিমি বলেন, ‘বুবলী এখন দেশে নেই, বর্তমানে আমেরিকায় আছে। আমেরিকা থেকে লন্ডন হয়ে ওর দেশে ফেরার কথা রয়েছে। বুবলীর এই বিদেশ ভ্রমণের সঙ্গে শাকিব খানকে জড়ানো অনুচিত। তিনি যুক্তরাষ্ট্রে ঘুরতে গেছেন। কারো সংসার পাততে নয়। বুবলীর আমেরিকা যাওয়াকে পুঁজি করে বিভিন্ন মিডিয়া নানা রঙ মাখানোর সংবাদ প্রকাশ হচ্ছে। এগুলো ঠিক নয়।’