অনেকদিন পরে একসাথে খেলতে দেখা যাবে ৪ জন সিনিয়রকে !!
সময় যতো গড়াচ্ছে সিনিয়র খেলোয়ায়ড়দের সময় যে ততোই শেষ হয়ে যাচ্ছে। তবে এবার যে বেশ অনেকদিন পরেই একসাথে খেলতে দেখা যাবে ৪ জন সিনিয়র খেলোয়ায়ড়কে।
জিম্বাবুয়ে সিরিজে চার সিনিয়র একসঙ্গে মাঠে নামলেও এটাই হতে পারে শেষ বারের মতো। কারণ এই সিরিজ দিয়ে অধিনায়কত্বের ইতি টানতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এরপরের সিরিজে ওয়ানডে দলপতির থাকা না থাকা এখনও নিশ্চিত নয়।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)। তবে আসন্ন সিরিজে মাঠে নামতে প্রস্তুত ওয়ানডে দলপতি। শনিবার বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট চলাকালীন দুপুর ১২টায় বিসিবিতে এসেছিলেন মাশরাফি। এই ব্যাপারে আলোচনায় করতে এসেছিলেন মাশরাফি নিজেই।