এবার করোনা ভাইরাসের প্রভাবে স্যামসাং মোবাইল কারখানা বন্ধ !!
এবার করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বিশ্বের নামকরা মোবাইল ব্র্যান্ড স্যামসাংয়ে। ফলে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটির মোবাইল কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্যামসাং ইলেকট্রনিক্স জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমির মোবাইল ফ্যাক্টরিতে কর্মরত একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাই শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে দায়েগু শহরের এক চার্চ থেকে। আর এই শহরটির খুবই কাছে গুমি। বিশ্বে সব স্যামসাং ফোন তৈরির ছোট অংশ এই অঞ্চল। স্যামসাং ভিয়েতনাম এবং ভারতে বেশিরভাগ পণ্য উৎপাদন করে।
এক বিবৃতিতে স্যামসাং ইলেকট্রনিক্স জানিয়েছে, সংক্রামিত কর্মচারীর সংস্পর্শে আসা সহকর্মীদেরও কোয়ারেন্টাইন রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের সম্ভাব্য সংক্রমণের জন্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রতিষ্ঠানটি বলছে, এই ঘটনা তাদের মোবাইল উৎপাদনে কোনো প্রভাব ফেলবে না।