দ্রুত ৭’শ নাগরিককে ইরান থেকে ফিরিয়ে নিচ্ছে কুয়েত !!
চীনের উহানে উৎপত্তি হওয়া প্রা’ণঘাতী করোনাভাইরাসের থাবা পড়েছে ইরানেও। চীনা নাগরিকদের সংস্পর্শে এসে তারা আ’ক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ইরাণী বিশেষজ্ঞ্ররা। এখন পর্যন্ত এ ভাইরাসে আ’ক্রান্ত হয়ে ইরানের ছয় নাগরিক মা’রা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও ২৮ জন আ’ক্রান্ত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা শংক’টাপন্ন। এমন পরিস্থিতিতে দেশটিতে থাকা ৭’শর বেশি নাগরিককে ফিরিয়ে নিচ্ছে কুয়েত।ইতিমধ্যে শনিবার প্রথম পাঁচটি ফ্লাইটে ১৩০ জন যাত্রী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শনিবার কুয়েত এয়ারওয়েজ ও কুয়েত বার্তা সংস্থা (কুনা) এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনোও মোহরেজ ইসলামি বলেছেন, ২৮ আ’ক্রান্তের অধিকাংশই কুয়াম শহরের। শহরটি রাজধানী তেহরান থেকে ১২০ কিলোমিটার দূরে এটির অবস্থিত। তবে ভাইরাসটির অ’স্তিত্ব ইরানের সব শহরে পাওয়া গেলেও অসম্ভব কিছু না।