চীনে একসাথে মুসলিমদের কাঁধে কাঁধ মিলিয়ে অমুসলিমদের জুমার নামাজ আদায় !!
চীনে করোনা ভাইরাস মা’রাত্মক আকার ধারণ করেছে। ম’হামারী এই ভাইরাসের তা’ণ্ডব যেন থামানোয় যাচ্ছেনা। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রা’ণঘাতী করোনাভাইরাসে মৃ’তের সংখ্যা বেড়ে ২৪৫৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনের মূল ভূখন্ডে ২৪৪১ ও চীনের বাইরে ১৭ জন মৃ’ত্যু হয়েছে। নতুন করে আ’ক্রান্ত হয়েছে ৬৩০ জন।
এদিকে চীনারা আ’ক্রমন হলেও চীনা মুসলিমরা নিরাপদে রয়েছেন এখনও। এতদিন অবহেলা- অবজ্ঞা করলেও তাদের নিয়ে বেশ কৌতুহুল তৈরি হয়েছে তাদের নিয়ে নিউজ হচ্ছে বি’বিসি, সি’এনএন সহ সমস্ত আ’ন্তর্জাতিক চ্যানেলে। তাদের খাদ্যাভাস, রীতিনীতি সব কিছু উঠে আসছে এসব জরিপে।
এদিকে চীনা মুসলিমদের নিয়ে সেদেশের অন্য ধ’র্মাবলম্বীদের ও আগ্রহ বাড়ছে মুসলিমদের উপর। গত শুক্রবারে জুম্মায় দেখা গেল ঠিক তেমনি এক চিত্র।সেখানে দেখা যায়, চীনে মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অমুসলিমরা জুম্মার নামাজ আদায় করছেন। প্রায় কয়েক হাজার অমুসলিম সেখানে জড় হয়। অনেককে দাঁড়িয়ে নামাজ পড়ার দৃশ্য দেখা যায়।