|

এবার চীনের পাশে দাঁড়ালেন আমির খান !!

চীনে করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬১৯ জনে। এর মধ্যে চীনে দুই হাজার ৫৯২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে।করোনাভাইরাসের এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড নায়ক আমির খান। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খান তাঁর চীনা ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যখন থেকেই চীনে করোনোভাইরাসের প্রাদুর্ভাবের কথা জেনেছি, তখন থেকেই আমার চীনা বন্ধুদের সুস্থতা নিয়ে আমি চিন্তায় আছি। আমি আমার বেশ কয়েকজন চীনা বন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি এবং প্রতিটি খবর শুনে আমার হৃদয় ভারাক্রান্ত। আমি সমবেদনা জানাচ্ছি, যাঁরা এই ভাইরাসের কারণে কাছের স্বজন’বন্ধুদের হারিয়েছেন।’

ভক্তদের সচেতনতা বাড়ানোর অনুরোধ করে আমির বলেন, ‘আমি আশা করব, আপনারা সাবধানে থাকবেন। প্রশাসন সবার সুরক্ষার জন্য যে নিয়ম অনুসরণ করতে বলছে, তা সবাই মেনে চলবেন। তাঁদের সহযোগিতা করুন, আমাদের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য। প্রত্যাশা করছি, একসঙ্গে আমরা সবাই এই দুর্যোগ সময়কে জয় করতে পারব।’

এই ভিডিও বার্তা আমির খান পোস্ট করেছেন তাঁর পরবর্তী চলচ্চিত্র লাল সিং চাড্ডার সেট থেকে। ভিডিওটির মধ্য দিয়ে দেখা যায় এই ফরেস্ট গাম্প ছবির হিন্দি সংস্করণে আমিরের নতুন রূপও।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *