তামিম ইকবালের রেকর্ড ভেঙ্গে দিয়ে ইতিহাস গড়লেন মুমিনুল !!
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭৯ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। তৃতীয় দিন সকালে নেমে দ্রুতই তুলেছেন সেঞ্চুরি। ১৫৬ বলে ১২ চারে তিন অঙ্কে পৌঁছান তিনি।
এই সেঞ্চুরি করে তিনি স্পর্শ করেছেন তামিম ইকবালের সর্বোচ্চ সেঞ্চুরিকে। টেস্টে এতদিন বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৯টি সেঞ্চুরির মালিক ছিলেন তামিম। এখন সেখানে যুক্ত হলে মুমিনুলের নামটিও।
মুমিনুলের নয় সেঞ্চুরির সবগুলোই এলো দেশের মাঠে। সাতটি সেঞ্চুরি তিনি করেছেন চট্টগ্রামের মাঠে, বাকি দুটি এই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।