আইনের লঙ্ঘন করায় নিজের ড্রাইভারের নামে মামলা দিলেন এসপি !!
সোমবার রাত নয়টায় ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপার এলাকা থেকে নতুনবাজারের দিকে যাচ্ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান। এসময় তাকে বহন করা সরকারি গাড়ির ড্রইভার ট্রাফিক আইন লঙ্ঘন করে দ্রুত গতিতে ডিভাইডারের উপর দিয়ে গাড়ি পার করেন। এঘটনায় আইনের লঙ্ঘন দেখে সাথে সাথে গাড়ি থামাতে বলেন পুলিশ সুপার। খবর দেন ট্রাফিক বিভাগকে।
ঘটনাস্থেলে সার্জেন্ট সালমান খান রাজন পৌছে সড়ক পরিবহন আইনের ৮৭ ধারায় মামলা করেন ও ড্রাইভারের লাইসেন্স জব্দ করেন।ময়মনসিংহ ট্রাফিক ইনিসপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে গাড়ির ড্রাইভার পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুসের নামে সড়ক পরিবহন আইনে মামলা দেয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। যে ধারায় মামলা হয়েছে তাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
এদিকে এঘটনা জানাজানি হলে শহর জুরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার সময় উপস্থিত এক পথচারী কামরুজ্জামান বলেন পুলিশ সুপারের এমন ভুমিকায় সাধারন গাড়িচালকদের কাছে নতুন বার্তা পৌছাবে আর সচেতনতা বাড়বে।