‘হিন্দুওকা হিন্দুস্তান’ স্লোগানে উত্তাল দিল্লী – মুসলমানদের নি’র্যাতনে মেতে ওঠেছে হিন্দুত্ববা’দীরা !!
ভ’য়াবহ স’হিংসতায় অ’গ্নিগর্ভ ভারতের দিল্লি। দিল্লিতে স’হিংসতায় ক্ষতিগ্র’স্থের সংখ্যা বেড়েই চলেছে। নি’হতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে এবং আ’হত হয়েছেন আরো প্রায় ২৫০ জন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে এমনটাই জানা গেছে। আজ বুধবার আরও ৫ জন নি’হত হয়েছেন বলে তারা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত পৌনে দুইটা পর্যন্ত ন’জিরবিহীনভাবে দিল্লির সংঘ’র্ষ নিয়ে মামলার শুনানি হয় হাইকোর্টে। বিচারপতি এস মুরলিধরের বাড়িতেই চলে শুনানি। বিচারপতি এস মুরলিধর ও বিচারপতি এ জে ভমম্বানী বেঞ্চের নির্দেশদেন দিল্লির পুলিশকে, অবিলম্বে মুস্তাফাবাদের ছোট হাসপাতাল থেকে দিল্লি সংঘ’র্ষে আ’হতদের বড় হাসপাতালে ভর্তি করতে হবে। শুনানিতে উপস্থিত ছিলেন দিল্লি পুলিশের পদস্থ কর্মকর্তারা। আজ দুপুরে ফের হবে শুনানি। হাইকোর্টে রিপোর্ট দিতে হবে দিল্লি পুলিশকে।
মঙ্গলবার সন্ধ্যার পর ১৪৪ ধারা জা’রি করা সত্ত্বেও দিল্লির চাঁদবাগ এলাকায় নতুন করে আ’গুন লাগানোর এবং পাথর ছো’ড়ার খবর পাওয়া যায়। এ নিয়ে কিছু জায়গায় দেখামাত্র গু’লি করার বা ‘শু’ট অ্যাট সাইট’-এর নির্দেশ জা’রি করা হয়েছে।
রোববার উত্তর দিল্লির মুসলিম সংখ্যাগরিষ্ঠ অন্তত তিনটি স্থানে এই বি’ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই স’হিংসতা অব্যাহত রয়েছে। নাগরিকত্ব আইনের বি’রোধী ও সম’র্থকদের সংঘ’র্ষের সময় পুলিশ টি’য়ার গ্যাস নি’ক্ষেপ, লাঠি চা’র্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাথর নি’ক্ষেপ করে।