দিল্লীর স’হিংসতায় মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০, সেনা নামানোর দাবী জানালেন দিল্লীর মুখ্যমন্ত্রী !!
দিল্লীর স’হিংসতায় মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। এমন ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানোর কথা বললেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।বুধবার সকালে তিনি ট্যুইটারে লিখেছেন, যে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তিনি আর্জি জানাবেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, এটাই চাইছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, সারা রাত ধরে পুলিশ সহ অনেকের সঙ্গেই যোগাযোগ রেখেছেন তিনি। পরিস্থিতি যে আ’শঙ্কার, সেকথাও উল্লেখ করেছেন কেজরিওয়াল। তাঁর কথায়, ‘পুলিশ সবরকম চেষ্টা সত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।’ তাই সেনা নামানোর কথা বলেছেন তিনি। পাশাপাশি, অন্যান্য জায়গাতেও কা’র্ফু জারি করার কথা বলেছেন তিনি।
এদিন সকালেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে, ২০ জনের মৃ’ত্যু হয়েছে এই ঘটনায়। আ’হত হয়েছে প্রায় ২০০। বেশির ভাগেরই গু’লিতে মৃ’ত্যু হয়েছে বলে জানা গিয়েছে।