বড় বোনের কবর খুঁড়তে খুঁড়তেই প্রা’ণ গেল ছোট ভাইয়ের !!
বড় বোনের কবর খুঁড়তে খুঁড়তে ছোট ভাই রফিজ উদ্দিন হাওলাদারের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউপির সুন্দরবনের পাশের দক্ষিণ সোনাতলা গ্রামে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার জানান, ওই গ্রামের দিনমজুর রশিদ হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম মঙ্গলবার সকালে মারা যান। মৃত্যুর খবর পেয়ে একই গ্রামের হামেজ উদ্দিনের ছেলে নৌকার মিস্ত্রি রফিজ উদ্দিন বোন খাদিজার বাড়িতে আসেন। তখন বোনের কবর খোঁড়ার দায়িত্ব নেন তিনি। পরে কয়েকজনকে নিয়ে কবর খোঁড়ার কাজ শুরু করেন।
এক পর্যায়ে কবরের ভেতর অসুস্থ হয়েই মৃত্যুবরণ করেন রফিজ। বোনের কবর খুঁড়তে গিয়ে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। এছাড়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।তিনি আরো জানান, ওই দিন সকাল ১০ টায় সোনাতলা মাদরাসা মাঠে খাদিজা বেগমের জানাজা শেষে দাফন করা হয়। পরে বিকেলে রফিজ উদ্দিনের জানাজা একই মাঠে সম্পন্ন হয়। তারপর তার মরদেহ দাফন করা হয়।