দিল্লির ভয়াবহতায় নি’হতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জন !!
দিল্লিতে চলমান র’ক্তক্ষ’য়ী স’হিংসতায় মৃ’তের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আ’হত হয়েছেন প্রায় ২০০ জন। নি’হত ও আ’হতের মধ্যে বেশিরভাগি মুসলিম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতেও উত্তর-পূর্ব দিল্লির ভাজানপুরা, মৌজপুর এবং কারাওয়াল নগরে অ’গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ এই স’হিংসতার ঘটনায় ১৮টি মা’মলা দায়ের করেছে। এছাড়া দিল্লিতে সংঘ’র্ষের সঙ্গে জড়িত থাকার দায়ে ১০৬ জনকে আ’টক করেছে পুলিশ।