আরেক দফা বাড়ছে বিদ্যুতের দাম, জেনে নিন বিস্তারিত !!
আরেক দফা বাড়ছে বিদ্যুতের দাম। এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়িয়ে করা হয়েছে ৭ টাকা ১৩ পয়সা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এই ঘোষণা দেয়া হয়। এ সময় বিইআরসি চেয়ারম্যান বলেন, এতে খরচ খুব বেশি বাড়বে না। খুচরা ছাড়াও পাইকারি পর্যায়েও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। নতুন দাম কার্যকর হবে আগামী মার্চ মাস থেকে।
এর আগে, রাজধানীর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে ২০১৯ সালের ২৮ নভেম্বর থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি শুরু হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ইস্যুতে ওই গণশুনানি করে। শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। বিপরীতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ১৯ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করে।