ঘোষনা হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম !!
অবশেষে নানা নাটকীয়তার পর মালয়েশিয়ার প্রভাবশালী জাতীয়তাবাদী নেতা মুহিদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএ তথ্যটির নিশ্চিত করেছে।
আগামীকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে সে দেশের রাজা ঘোষনা দিয়েছে।এদিকে এ ঘোষণার মধ্য দিয়ে ক্ষমতাসীন পাকাতান হারাপান দলের সভাপতি আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল। এর আগে ২০১৮ সালে ক্ষমতাসীন পাকাতান হারাপান দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মাহাথির মোহাম্মদ। সিদ্ধান্ত মোতাবেক দুই বছর (২০১৮-২০২০) পর গত ২৪ ফেব্রুয়ারি পদ’ত্যাগ করেন মাহাথির। আনোয়ার ইব্রাহিমকে ক্ষ’মতা হস্তান্তর করার বিষয়ে কোনো সুনিদির্ষ্ট তথ্য না দিয়েই পদত্যা’গ করেন মাহাথির।
প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন রাজা। দুই দশক ধরেই ক্ষ’মতার ল’ড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন।