বারবার কেন মুসলিম সম্প্রদারের উপরই এমন অন্যায়-অবিচার করা হচ্ছে – প্রশ্ন আফ্রিদির !!
সম্প্রতি, কাশ্মীরের মানুষের উপর অত্যাচার হচ্ছে বলে জনমত গঠনের চেষ্টা করে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সারা বিশ্বের কাছে তিনি ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানিয়ে চলেছেন। তিনি বোঝাতে চাইছেন যে কাশ্মীরিদের উপর ভারত সরকার প্রবল অত্যাচার করছে।
কিন্তু কোনোভাবেই কাশ্মীর ইস্যুতে ভারতকে বিপদে ফেলতে পারছেন না তিনি। যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার নিজের দেশের মানুষকে ভুল বোঝাতে নেমে পড়েছেন ইমরান খান।
এদিকে, আফ্রিদি বলেন, এটা শুধু কাশ্মীরের সমস্যা নয়। কাশ্মীরে মানবিকতা সংকটে। তাই তিনি সমস্ত মুসলিমদের একজোট হওয়ার ডাক দিলেন। আফ্রিদি প্রশ্ন তুলেছে, কেন বারবার মুসলিম সম্প্রদারের উপরই এমন অন্যায়-অবিচার করা হচ্ছে!তিনি বলেছেন, ‘সারা বিশ্বে যেখানেই মুসলিমদের উপর অন্যায়-অবিচার হবে আমরা সেখানেই, প্রতিবাদ করবো।’