চাষিদের মাথায় হাত – পেঁয়াজের দাম একদিনেই কমলো ৪০ টাকা !!
মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি কমলো ৪০ টাকা। গতকাল শুক্রবার নাটোরে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে সেই পেঁয়াজ আজ শনিবার ৪০-৪৫ টাকায় নেমে এসেছে।
শনিবার নাটোরের নিচাবাজারসহ নলডাঙ্গা হাটে এ চিত্র দেখা গেছে। এতে পেঁয়াজ চাষিদের মাথায় হাত পড়েছে।এ ব্যাপারে কৃষকরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আসার খবরে নাটোরের নলডাঙ্গা শনিবার হাটে পেঁয়াজ পাইকারী প্রতিকেজিতে দাম কমলো প্রায় ৪০ টাকা।
নাটোর নিচাবাজারে পেঁয়াজ বিক্রি হয় কেজি প্রতি ৪৫-৫০ টাকায়। এখন পাইকারী প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়।এদিকে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও হঠাৎ এ দরপতনে হতাশ পেঁয়াজ চাষিরা। অনেকদিন যাবত আকাশচুম্বী দাম থাকার পর কৃষকরা ভেবেছিল এবার তারা গতবারের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। কিন্তু বাজারে এমন ধস নামায় তাদের ভেতর আতঙ্ক দেখা দিয়েছে।
এ ব্যাপারে বাশিলাগ্রামের কৃষক আবু হেনা মোস্তফা কামাল মন্ডল ও শফি মন্ডল জানান, আজকে এত দাম পড়ে যাবে জানলে পেঁয়াজ উঠাতাম না। ধারণা ছিল পেঁয়াজের দাম সর্বোচ্চ ১০ থেকে ১৫ টাকা কমতে পারে।আজকের হাটে এত দাম পড়ে যাবে কল্পনাও করতে পারিনি। গত বছর ভরা মৌসুমে ৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। এবার ভেবেছিলাম সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারব।
এ সময় কৃষক মশিউর রহমান সরকার জানান, সরকার এই মুহূর্তে বাজার নিয়ন্ত্রণ না করলে প্রান্তিক চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। এখনই সিদ্ধান্ত না নিলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
এ সময় আরেক কৃষক বদর উদ্দিন জানান, এবার পেঁয়াজ উৎপাদনে খরচ অনেক বেশি পড়েছে। এবার পেঁয়াজের বীজ কিনতে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। সেই তুলনায় দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে থাকলে কৃষক কিছুটা স্বস্তি পেতো।