মুজিববর্ষে নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে – কাদের !!
আসন্ন মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ ২ মার্চ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ে নিজ দফতরে ভারতের পররাষ্ট্র সচিব শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় মোদির সফর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন তাদের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের সঙ্গে কোনো প্রকার সংঘাত সংকুলের কারণ হয়নি। এটা তাদের রিঅ্যাকশন প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল মতের লোকজন।’
তিনি বলেন, ‘এখানে রিলিজিয়াসলি (ধর্মীয়ভাবে) বিষয়টি অনেকে দেখছে, এটা সব সময় ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কাজেই এর মধ্যেই সম্পর্ক এগিয়ে যাবে।’
সূত্রঃ বিডি২৪রিপোর্ট