জেনে নিন করোনা থেকে বাঁচতে আজহারী যে দোয়া পাঠ করতে বললেন !!
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এখন বিশ্বজুড়ে আতঙ্কের বিষয়। হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন এই ভাইরাসে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩ হাজার ১২৫ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৯২৫ জন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে একটি সতর্কতামূলক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলা অনুবাদসহ একটি দোয়া উল্লেখ করেছেন। পাশপাশি সতর্কতামূলক একটি ছবি পোস্ট করেছেন।
প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।
اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، ومن وسّيءِ الأَسْقامِ.
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া মিন সায়্যিইল আসক্বাম।
বাংলা অর্থ:
হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।[সুনান আবু দাউদ]