‘মুজিববর্ষ’ উপলক্ষে ঢাকার সৌন্দর্যবর্ধনের জন্য বাড়িঘরে রঙ করার নির্দেশ !!
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকার সৌন্দর্যবর্ধনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার মূল সড়কের পাশে থাকা বাড়িঘরের দেয়াল রঙ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রিকাগুলোতে গণবিজ্ঞপ্তি সহ বাড়ির মালিকদের কাছে চিঠিও পাঠিয়েছে ডিএনসিসি।গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী -‘‘মুজিববর্ষ’’ উপলক্ষে শহরকে দৃষ্টিনন্দন করতে গুরুত্বপূর্ণ সড়কসমূহ সজ্জিত ও আলোকসজ্জা করা হচ্ছে। সে কারণে সড়কসমূহের পার্শ্বে বাড়ি/স্থাপনা, গেট ও বাউন্ডারি ওয়াল প্রয়োজনীয় সংস্কার ও রঙ করা প্রয়োজন। এতে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।’
বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, ‘একজন সম্মানিত নাগরিক হিসেবে সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য হিসেবে আগামী ১৪ মার্চ, ২০২০ তারিখের মধ্যে আপনার বাড়ি/স্থাপনার গেট ও বাউন্ডারি ওয়াল সংস্কার ও রঙ করার কাজ সম্পন্ন করে জাতির পিতার জন্মন শতবার্ষিকী অনুষ্ঠান যথাযথভাবে উদযাপনে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।’