সৌদিতে সড়ক দু’র্ঘটনায় ২ বাংলাদেশি প্রবাসীর মৃ’ত্যু !!
সৌদি আরবের রিয়াদে সড়ক দু’র্ঘটনায় দুই বাংলাদেশির মৃ’ত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় গু’রুতর আ’হত হয়েছেন আরো একজন।মঙ্গলবার (৩ মার্চ) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৯টায় এই ঘটনা ঘটে।
নি’হতরা হলেন-জাকের আলী (১৯) এবং আব্দুল হান্নান (২৫)। দু’র্ঘটনায় আ’হত হয়েছেন শাওন (১৯) । জাকের আলী মৌলভীবাজারের কুলাউড়া উপজে’লার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে। আব্দুল হান্নান এর বাড়ি জুড়ি উপজে’লায়। তার পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি।
এছাড়া আ’হত শাওন আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে। তিনি চিকিৎসাধীন আছেন রিয়াদ এর কিং ফাহাদ হাসপাতালে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস এই দু’র্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।