দিল্লির স’হিংসতায় সারা বিশ্বের মুসলিমদের এক হওয়ার ডাক দিলেন খামেনি !!
ভারতে মুসলিমবিরোধী স’হিংসতা নতুন কিছু নয়। অনেকদিন ধরেই চলছে। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে দিল্লির উত্তরপূর্বের মৌজপুরে ব্যাপক সং’ঘর্ষ হয়েছে।নতুন খবর হচ্ছে, দিল্লির স’হিংসতা নিয়ে সারা বিশ্বের মুসলিমদের এক হওয়ার ডাক দিয়েছেন খামেনি।
সম্প্রতি, ই’রানের সর্বোচ্চ নেতা বলেন, ভারতে মুসলমানদের হ’ত্যা করার কারণে গোটা মুসলিম বিশ্বের হৃদয় আ’হত হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী ও উগ্র হিন্দুদের সমর্থনকারী দলগুলোর মোকাবিলায় ভারত সরকারকে রুখে দাঁড়াতে হবে এবং মুসলমান হ’ত্যা বন্ধের মাধ্যমে মুসলিম বিশ্বে তাদের একঘরে হয়ে পড়া ঠেকাতে হবে।
এদিকে, মুসলমানদের বিরুদ্ধে চালানো ওই তা’ণ্ডবের নিন্দা জানান ই’রানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বহু শতাব্দী ধরে ই’রান ভারতের বন্ধু। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে সব ভারতীয়ের কল্যাণ নিশ্চিত করতে এবং কাণ্ডজ্ঞানহীন অ’পরাধী না হয়ে ওঠার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ আলোচনা ও আইনের শাসনই সামনে এগোনোর পথ’।