ময়মনসিংহে কবর থেকে পুলিশের কঙ্কাল চুরি !!
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়েছে চোরচক্র। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের উত্তর নাওপাড়া এলাকার একটি কবর থেকে কঙ্কাল চুরি হয়।
পুলিশ জানায়, উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের উত্তর নাওপাড়া এলাকার অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল মরহুম আব্দুল লতিফ ২ বছর আগে মারা যায়। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করে পরিবার। পরিবারের লোকজন সকালে দেখতে পান আব্দুল লতিফের কবর খোঁড়া হয়েছে। কবরের পাশে গিয়ে দেখে কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কঙ্কাল চুরির আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি (তদন্ত) র্মীজা মাজাহারুল আনোয়ার বলেন, আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। ২ বছর আগের কবর খুড়ে কঙ্কাল চুরি হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।