বিদায় নিয়ে মাশরাফির ভক্তের আবেগঘন পোস্ট !!
ছবিতে দেখা যাচ্ছে টগবগে তরুণ মাশরাফির উইকেট উৎযাপনের দৃশ্য টিভির পর্দায় দেখছে একজন স্কুলপড়ুয়া ছেলে। দ্বিতীয় ছবিতে মাশরাফির অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে আউট করার দৃশ্য ফ্রেমে বাঁধিয়ে রাখা হয়েছে। ততদিনে পিচ্চি ছেলেটা কৈশোরে পা দিয়েছে।
ফ্রেমে বাঁধানো ছবিটার দিকে এক পলকে তাকিয়ে আছে সে। তৃতীয় ছবিতেও আরেকটি ছবির দিকে তাকিয়ে আছে সদ্য তারুণ্যে পা দেওয়া ঐ একই ছেলেটি। এবারে তার দৃষ্টি মাশরাফির এশিয়াকাপে ধরা সেই বিখ্যাত ক্যাচটির দিকে৷
এদিকে সম্প্রতি এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রিফাত তূর্য নামের একজন ফেসবুক ব্যবহারকারী প্রথম এই পোস্টটি দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয় ক্যাপ্টেনকে নিয়ে প্রকাশ করা সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অতিসাধারণ দিনকে অসাধারণ দিনে পরিণত করার জন্য ধন্যবাদ ক্যাপ্টেন।’
গতকাল শুক্রবার ক্যাপ্টেন মাশরাফিকে বিদায় দেওয়ার জন্য সিলেটে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। অনেকেই মাশরাফির জন্য প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন মাঠে।আর ম্যাচ শেষে জাতীয় দলের সবাই ‘থ্যাংক ইউ’ লেখা জার্সি পরে মাশরাফিকে কাঁধের ওপর উঠিয়ে মাঠে ঘুরে বেড়িয়েছেন। এভাবেই দেশের ক্রিকেট ইতিহাসের সুন্দর এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে গতকাল।