বিয়ে নিয়ে জীবনের আক্ষেপের কথা বললেন শাবনূর !!
বিয়ে নিয়ে জীবনের আক্ষেপের কথা বললেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর।তিনি বলেছেন, ‘আমিও ভাবছিলাম, বিয়ে করলে হয়তো জীবনটা অন্য রকম হতে পারে। কিন্তু ধারণাটাই ভুল। বিয়ের পরও আমার জীবনটা বিয়ের আগের মতোই ছিল। স্বামী–স্ত্রীর জীবন কেমন হয়, বিয়ের পরও তা আমি বুঝিনি। তখনই মনে হয়েছে, বিয়ে করে ভুল করেছি।’
তিনি আরও বলেন, ‘সবাই সুন্দর একটা ভবিষ্যতের জন্য বিয়ের সম্পর্কে জড়ায়। চলচ্চিত্রে সফল আপনি কেন মনে করছেন বিয়েটা ভুল? ‘অবশ্যই ভুল। এভাবে বিয়ে করার কোনো মানেই হয় না। আমিই যদি সবকিছু করতে পারি, তাহলে আরেকজন মানুষ পাশে থাকার কি দরকার।
শাবনুর বলেন, ‘যে পুরুষ মানুষটি আমার জীবনের সঙ্গে জড়াবে, সে আর কিছু না পারুক, অন্তত আমাকে স্বস্তির আশ্রয় দিতে তো পারে। সংসারজীবনে আমি এতটাই দুর্ভাগা যে এই শান্তিটুকু আমার হয়নি। বিয়ের পর এক দিনও শান্তি পাইনি। তারপরও মানিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু সন্তান জন্মের পর মনে হলো, না, এর চেয়ে একা থাকাটাই সবচেয়ে ভালো।’