নমুনা সংগ্রহ নিয়ে নতুন করে যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী !!
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন ২ জন। এনিয়ে মোট আ’ক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৫৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ এই ভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে মারা যায়নি। দেশে গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে নমুনা সংগ্রহ নিয়ে নতুন করে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভা’ইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। তিনি জানান, প্রতি উপজেলা থেকে অন্তত দুইজনের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, হুহু করে বাড়ছে মৃ’ত্যের সংখ্যা। এক দেশ থেকে আরেক দেশে মৃ’ত্যের সংখ্যার যেন প্রতিযোগীতায় নেমেছে। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভা’ইরাস। এখন পর্যন্ত এ ভা’ইরাস শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জনের শরীরে।