রাজশাহীতে চিড়িয়াখানায় কুকুর ঢুকে খেয়ে ফেলল ৪ হরিণ !!
রাজশাহীতে ৫ ক্ষুধার্ত কুকুর চিড়িয়াখানার শেডে ঢুকে খেয়ে ফেলেছে ৪টি হরিণ। শুক্রবার ভোরে শহীদ এএইচএম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।ঘটনা ধামাচাপা দিতে সকালেই তড়িঘড়ি করে হরিণগুলোর দেহের অবশিষ্টাংশ মাটিচাপা দেয়া হয়। এই উদ্যান ও চিড়িয়াখানা পরিচালনার দায়িত্বে রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।
চিড়িয়াখানা সুপারভাইজার শরিফুল ইসলাম জানান, এই চিড়িয়াখানায় গত তিন মাসে হরিণের ১৫টি বাচ্চা জন্ম নিয়েছে। শেডে হরিণ ছিল ৭৫টি। এখন অবশিষ্ট আছে ৭১টি। কুকুরে খাওয়া ৪ হরিণের মধ্যে ৩টিই শাবক। অপরটি ছিল তাদের মা। বিকালে শেডের সব কটি হরিণের চোখে-মুখে আতঙ্কের ছাপ দেখা যায়।
চিড়িয়াখানার তত্তাবধায়ক মাহবুব হোসেন জানান, শেডের ভেতরে মাটি ফেলার পর কিছু অংশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়। বেড়ার ফাঁক দিয়েই কুকুরগুলো শেডের ভেতরে প্রবেশ করেছে।
সূত্রঃ যুগান্তর