নওগাঁয় ২২০ বছরের পুরনো বেল মেটালের পাত্র উদ্ধার !!
নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ২শ বছরের আগের প্রাচীন বেল মেটালের একটি পাত্র উদ্ধার করা হয়েছে।রোববার দুপুরে উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকায় গৌর চৌধুরী ও মো. সোহেল নামে দুই ব্যাক্তির কাছে থাকা ওই পাত্রটি উদ্ধার করেন র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।
র্যাব কর্মকর্তা মোহাইমেনুর রশিদ জানান, ১৮ শতকের আগের সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শনটি (বেল মেটাল) পুকুর খনন করার সময় পাওয়া যায়। পরে ওই দুই ব্যক্তি পাত্রটি নিজেদের হেফাজতে রাখেন। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে পাত্রটি উদ্ধার করা হয়।তিনি জানান, প্রায় তিন কেজি ওজনের ওই পাত্রটির মূল্য প্রায় ৮ কোটি টাকা।
এদিকে সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শনটি (বেল মেটাল) উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার ও থানার ওসি পরিমল চক্রবর্তীর উপস্থিতিতে নওগাঁর পাহারপুর বৌদ্ধ বিহারের যাদুঘরের কাষ্টডিয়ান ও প্রত্নতত্ত্ব বিভাগের নওগাঁ আঞ্চলিক সহকারী পরিচালক মো. সাইদ ইনাম তানভিরুলের কাছে হস্তান্তর করা হয়েছে।