৪৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করলেন আফ্রিদি !!

প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসের কারণে বিশ্ব বলতে গেলে একপ্রকার লকডাউনের মধ্যেই আছে। বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

এখন যদি সবাই ঘরে বসে থাকে তাহলে সুবিধাবঞ্চিতরা খাবার পাবে কোথায় এমনটিই প্রশ্ন করেছেন আফ্রিদি। নিজের ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক সংগঠন থেকে বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি।

খাদ্যসামগ্রীর মধ্যে আছে চাল, আটা, ডাল, চিনি আর তেল। আফ্রিদি বলেন, ‘আমার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া। লকডাউনের কারণে দিনমজুর মানুষগুলো কাজ করতে পারছে না। আমাদের দেশটা তো উন্নত দেশ নয়।’

তিনি আরো বলেন, ‘আমি বাড়িতে বসে থাকতে পারি না। যদি সবাই বাড়িতে বসে থাকে, তবে যাদের খাবার দরকার তাদের কি হবে? আমরা গত ১২-১৩ দিনে ৪,৫০০ পরিবারের কাছে যেতে পেরেছি।’

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *