সিঙ্গাপুরে কো’য়ারেন্টাইনে আছে ২০ হাজার প্রবাসী শ্রমিক !!
করোনায় আ’ক্রান্তের হার বাড়তে থাকায় ২০ হাজার প্রবাসী শ্রমিককে কো’য়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর। রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এস১১ ডরমেটরি ও তোহ গুয়ান এলাকার ওয়েস্টলাইট ডরমেটরির ২০ হাজার শ্রমিককে তাদের কক্ষে ১৪ দিনের জন্য কো’য়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রী জোসেফিন তিও বলেছেন, ‘প্রধান উদ্দেশ্য হচ্ছে কেবল আমাদের নাগরিকই নয় বরং আমাদের অর্থনীতিতে যারা সহযোগিতা করছে সেই বিদেশি শ্রমিকসহ সবার স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা। আমরা বিদেশি শ্রমিকদের নিশ্চিত করতে চাই, যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি তাদের কল্যাণের জন্যই।’ তিনি জানান, শ্রমিকরা এই কো’য়ারেন্টাইনে থাকার সময় বেতন পাবেন।
তারা স্বদেশে স্বজনদের কাছে অর্থও পাঠাতে পারবেন। এদিকে রোববার সিঙ্গাপুরে আরও ১২০ জন করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১১৬ জন স্থানীয়ভাবে সং’ক্র’মিত হয়েছেন। আ’ক্রান্তদের একটি বড় অংশই শ্রমিক। তবে তারা কোন কোন দেশের তা জানানো হয়নি।