কোন লক্ষণ ছাড়াই চীনে ছড়াচ্ছে করোনা !!
করোনা ভা’ইরাসের সংক্রমণ কমাতে পারলেও, এখন চীনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কোনও লক্ষণ ছাড়া ভা’ইরাসটি ছড়ানো।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই মহামারির কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশে প্রায় এমন অর্ধেক রোগী শনাক্ত করা হয়েছে। যাদের কোনো করোনা ভা’ইরাসের লক্ষণ দেখা যায়নি। মোট ৭০৫ জন এমন রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
গত সপ্তাহ থেকে এ ধরণের রিপোর্ট শুরু করে চীন। এ অবস্থায় নতুন করে উদ্বেগ ওঠায় হুবেই প্রদেশের রাজধানী উহান ছেড়ে লোকদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জানুয়ারির শেষদিক থেকে শহরে আটকে থাকা লোকদের প্রথমবারের মতো এই অনুমতি দেওয়া হলো।
সোমবার সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভা’ইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পর ৪৫টি আবাসিক কম্পাউন্ডকে মহামারি মুক্ত ঘোষণা করেন উহান কর্মকর্তারা। কিন্তু লক্ষণবিহীন করোনা ভা’ইরাস দেখা দেওয়ায় সেই ঘোষণা বাতিল করা হয়েছে।চীনে এখন পর্যন্ত ৮১ হাজার মানুষ করোনায় আ’ক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৩ হাজারের বেশি।