ঢাকার পর করোনায় নারায়ণগঞ্জে শনাক্ত ৪৬ জন !!
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভা’ইরাসে মা’রা গেছেন ৩ জন এবং সংক্রমিত হয়েছেন আরও ৫৪ জন। এনিয়ে দেশে করোনায় আ’ক্রান্তের সংখ্যা ২১৮ জন এবং মা’রা গেছেন মোট ২০ জন। এছাড়াও সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা আ’ক্রান্ত ২১৮ জনের মধ্যে রাজধানী ঢাকায় শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১২৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে। সেখানে আ’ক্রান্ত ৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা, নারায়ণগঞ্জে জেলার পরই মাদারীপুর জেলায় ১১ জন, ঢাকার বিভিন্ন উপজেলায় ৬ জন, গাইবান্ধায় ৫, মানিকগঞ্জে ৩, চট্টগ্রামে ৩ এবং জামালপুর, কুমিল্লা, টাঙ্গাইল, নরসিংদীতে ২ জন করে করোনা আ’ক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নিলফামারি, চুয়াডাঙ্গা, রংপুর, রাজবাড়ি, শরিয়তপুর,শেরপুর, সিলেট ও গাজীপুর জেলায় একজন করে করোনা আ’ক্রান্ত শনাক্ত হয়েছেন।
সূত্রঃ বিডি-প্রতিদিন