রংপুরে এক ছাত্র করোনায় আ’ক্রান্ত, লকডাউন ১১টি বাড়ি !!
রংপুরে এক ছাত্র করোনায় আ’ক্রান্ত হয়েছে। এ ঘটনায় আ’ক্রান্ত ছাত্রের বাড়িসহ ১১টি বাড়িকে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বালারহাট খন্দকারপাড়ার বাসিন্দা ওই ছাত্র এসএসসি পরীক্ষার পর ছুটিতে মুন্সিগঞ্জ জেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে ১০ দিন অবস্থান করে। রংপুরে এসে তার করোনার উপসর্গ দেখা দেয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হলে বুধবার সে করোনায় আ’ক্রান্ত বলে নিশ্চিত হন চিকিৎসকরা। বর্তমানে ওই ছাত্রকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরুন্নবী লাইজু বলেন, কলেজে বুধবার ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মিঠাপুকুরের বাসিন্দা ওই ছাত্র করোনায় আ’ক্রান্ত বলে নমুনা পরীক্ষা-নিরীক্ষা শনাক্ত করা হয়।