ইতালিতে বাতাসে শুধু লা’শের গন্ধ – নিস্তব্ধ পুরো নগর !!
প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাসে ইতালিতে এক বাংলাদেশিসহ একদিনে ৫শ’ ৪২ জন মারা গেছেন। দেশটিতে মোট আ’ক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি। মারা গেছে সাড়ে ১৭ হাজারের বেশি মানুষ। ইস্টার সানডেতে সবাইকে ঘরে রাখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এদিকে মৃত্যুপুরী ইতালিতে চারদিকে রাজ্যের নিস্তব্ধতা। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের সাইরেন ছড়িয়ে দিচ্ছে একরাশ বিষণ্ণতা। তার মধ্যেই চলছে বেঁচে থাকার প্রাণপণ লড়াই।গতকাল বুধবার দেশটিতে আ’ক্রান্ত এবং মৃতের সংখ্যা অপেক্ষাকৃত কমেছে। মৃতের সংখ্যা ৫শ’র ওপর থাকলেও, প্রথমবার রেকর্ড ২ হাজার ৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে দেশটিতে করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত বাংলাদেশির সংখ্যাও বাড়ছে। একদিকে লকডাউন অন্যদিকে আ’ক্রান্ত ও মৃত্যুর শঙ্কায় প্রবাসীরা।এদিকে ইস্টার সানডে উপলক্ষে নাগরিকরা ঘরের বাইরে আসতে পারেন এই আশঙ্কায় দেশের বিভিন্ন স্থানে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে জনসমাগম ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি কর্তৃপক্ষ।