ঘাটতি না থাকার পরো দাম বৃদ্ধি চাল ও ডালের !!
ঘাটতি না থাকার পরো রাজধানীর খুচরা বাজারে চাল ডালের দাম বেড়েই চলেছে। এজন্য বিক্রেতারা দায়ী করছেন অতিরিক্ত পরিবহন খরচকে ।
দোকানিরা জানালেন, ত্রাণ সরবরাহে চাহিদা বেড়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি পরিবহন খরচ। এতেই দাম বেড়েছে চালের।ঊধ্বর্মুখী ডালের বাজারও। মুগ, মসুর, ছোলা ও অ্যাংকর ডালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৭ টাকা করে। তবে ঘাটতি নেই কোনো পণ্যের।
করোনার সং’ক্রমণ নিয়ে আ’তঙ্কিত হলেও নিত্য দিনের প্রয়োজন মেটাতে বাজারে আসছেন ক্রেতারা। কিনছেন পরিবারের চাহিদা অনুযায়ী চাল-ডাল। তবে নেই আগের মতো বিক্রি ও ব্যস্ততা।